স্পোর্টস ডেস্ক :
দমটা প্রায় বন্ধ হয়েই আসছিল সবার। জিততে জিততে হেরে যাওয়ার উপক্রম, তা অতিক্রান্ত করে করিম জানাতের বলে চার মেরে সব শঙ্কা দূর করেন শরিফুল ইসলাম। বাংলাদেশ পেল দুই উইকেটের নাটকে জয়।
শুক্রবার (১৪ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয় ও আফগানদের হোয়াইটওয়াশ করার মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
প্রথম ম্যাচে সকালজুড়ে বৃষ্টির আনাগোণা ছিল। টস জিতে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। উইকেটের ফায়দা ঠিকভাবেই নিয়েছে বাংলাদেশি বোলাররা। শেষ দিকে মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে দেড়শ ছাড়ায় আফগানরা।
তবে, শেষাংশের নাটক ছাড়া বাংলাদেশ ম্যাচে দেখেশুনে এগুচ্ছিল। মোমেন্টামের খেলা টি-টোয়েন্টিতে মুহূর্তেই সব বদলে যেতে পারে।
দ্বিতীয় ম্যাচের আগে শনিবার (১৫ জুলাই) কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়নি। অনুশীলনও ছিল না বাংলাদেশ দলের। নিজেদের মতো করে পরিবার-পরিজনসহ ঘুরেফিরে দিনটি কাটায় সাকিব আল হাসানরা।
প্রথম ম্যাচে হারের কারণ হিসেবে আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান বলেন, ‘মাঠ ভেজা থাকায় আমাদের পিছিয়ে পড়তে হয়েছে। তাতে আমাদের শক্তি প্রায় ৫০ শতাংশ কমে গেছে। তারপরও আমরা ভালো বোলিং করেছি। বল হাতে যতটুকু করা যায়, তার সবটা আমরা আদায় করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো সময়ে ম্যাচ বের হয়ে যেতে পারে। প্রথম টি-টোয়েন্টি হেরে পিছিয়ে পড়লেও আশা করি দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবে দল।’
অন্যদিকে, প্রথম ম্যাচে শেষ মুহূর্তের নায়ক শরিফুল ইসলাম গতকাল বলেন, ‘কোনো দলের টপঅর্ডারকে যদি দ্রুত ভেঙে দেওয়া যায়, সেটি পেসার বা স্পিনার যারাই হোক তাহলে প্রতিপক্ষের জন্য জয়টা সহজ হয়ে যায়। আমরা বেশ কিছু ম্যাচ ধরে এমন করছি। সামনেও চেষ্টা করব আমরা ফাস্ট বোলাররা ও স্পিনাররা যেন এটা ধরে রাখতে পারি।’
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড :
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিসাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply