স্পোর্টস ডেস্ক :
চলতি বছর এখন পর্যন্ত দারুণ কাটছে বাংলাদেশের জন্য। বিশেষ করে রঙিন পোশাকে দল হয়ে উঠেছে বাংলাদেশ। আজ বুধবার (৫ জুলাই) থেকে শুরু হয়েছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
নিজেদের আরও একবার বিশ্বের সামনে জানান দিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান।
ওয়ানডেতে আফগানরা বরাবরই কঠিন প্রতিপক্ষ। দুই দলের সর্বশেষ দেখায় বাংলাদেশকে হারিয়েছিল তারা। তবে, এই বাংলাদেশ বদলে যাওয়া এক দল। ব্যাট হাতে ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিমরা।
বল হাতে বাংলাদেশের পেস আক্রমণ তো সময়ের অন্যতম সেরা। যে কোনো দলকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদরা।
ওয়ানডেতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের জয় সাত ম্যাচে। আফগানিস্তান জিতেছে চারটি। বিশ্বকাপের বছরে প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply