ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫০৯

ডেস্ক রিপোর্ট :
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫০৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রোববার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার ২২৪ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৩৮৮ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬৬ রোগী ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪২২ ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আট  হাজার ৭৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ৪৬১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই হাজার ২৭৬ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৩১৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ৪৭৪ জন ও ঢাকার বাইরে এক হাজার ৮৪৩ জন। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ৫২ জন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *