এবারের ঈদে মানুষের আনন্দ নেই: ফখরুল

ডেস্ক রিপোর্ট :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার অনিয়ন্ত্রিত, সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করার কারণে বাংলাদেশের মানুষের জীবন এখন অসহায় অবস্থায় রয়েছে। এ কারণে এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের কোনো বার্তা নিয়ে আসেনি।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরে ঈদের নামাজের পর কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঈদ মানেই উৎসব। কিন্তু এবার সাধারণ মানুষ কোনো উৎসব করতে পারছে না। এই সরকার ব্যর্থ হয়েছে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে।

ফখরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশে রাজনীতিতে কোনো স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই। যে কারণে আজকে একটি দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে। তারেক জিয়া দেশে না থেকেও আমাদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই তিনি দেশে ফিরে আসবেন।

জাতীয় পার্টি সম্পর্কে তিনি বলেন, এবার যে আন্দোলন হচ্ছে সেটি যুগপৎ আন্দোলন। সকল দলগুলো তাদের নিজেদের জায়গা থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। জাতীয় পার্টি অতীতে যা করেছে সেটা ভুল মনে করে যদি এবার এই সরকারে অধীনে নির্বাচন না করে,তাহলে তাদের আমি ধন্যবাদ ও সাধুবাদ জানাব। জাতীয় পার্টি যদি তাদের এই অবস্থানে অনড় থাকে, তাহলে তাদের স্বাগত জানাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ছাত্রদলের সভাপতি কায়েসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে তিনি নিজ বাসভবনে কুরবানি দেওয়ার মাধ্যমে ঈদ উদযাপন করেন ও সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *