কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

ডেস্ক রিপোর্ট :
ঈদুল আজহা উপলক্ষে ছুটি উদযাপনে কেউ একা, কেউবা সপরিবারে বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। এজন্য ঈদ যত ঘনিয়ে আসছে, কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ ততই বাড়ছে। সোমবার সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে স্টেশনে।

ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। এখন পাওয়া যাচ্ছে ফিরতি টিকিট।

তবে টিকিটবিহীন যাত্রীদের ক্ষেত্রে এবার কড়াকড়ি থাকায় কোনো যাত্রী বিনা টিকিটে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন না।

রেলওয়ে সূত্র জানিয়েছে, সোমবার দিনের প্রথম আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে গিয়েছে যথা সময়ে। পরে অন্য ট্রেনগুলোও সঠিক সময়ে স্টেশন ছেড়ে গেছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *