ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯৯

ডেস্ক রিপোর্ট :
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৯ ডেঙ্গুরোগী। আজ শনিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ২৬৭ জন ঢাকা ও ১৩২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে দেশে এক হাজার ৪৯৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১১৭ জন এবং ঢাকার বাইরে ৩৮১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৩ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট সাত হাজার ২৩৮ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় পাঁচ হাজার ৬১৯ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৬১৯ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী পাঁচ হাজার ৬৯৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী চার হাজার ৪৬৭ জন এবং ঢাকার বাইরে এক হাজার ২২৮ জন রয়েছে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *