ডেস্ক রিপোর্ট :
রাজধানীর আকাশ মেঘে ঢাকা। আজ শনিবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়েছে বৃষ্টি। এতে প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন রাজধানীবাসী।
আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৯টার পূর্বাভাসে ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টির কথা জানিয়েছিল। অধিদপ্তর পূর্বাভাসে জানায়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply