দুই বছরের জন্য তত্ত্বাবধায়ক বসানোর পরিকল্পনা বিএনপির

ডেস্ক রিপোর্ট :
বিএনপি বিদেশি শক্তিকে দিয়ে দুই বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (১৩ জুন) বিকেলে রাজধানীর হাজারীবাগ বাজারে এক সমাবেশে তিনি এ দাবি করেন। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ শীর্ষক সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখনও মনে মনে কলা খাচ্ছে। মনে করছে এক তারিখের মতো, অক্টোবর মাস, সেই তত্ত্বাবধায়ক। তারা বিদেশি শক্তিকে দিয়ে ওয়ান ইলেভেনের মতো দুই বছরের জন্য নিজেদের ইচ্ছানুযায়ী তত্ত্বাবধায়ক একটা বসাবে। কেমনে এটা মনে করলেন? সব খবর আমরা রাখি। ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই। আমরা বেঁচে থাকতে সেটা আর হবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতারা বলছে, শেখ হাসিনার সময় শেষ। আওয়ামী লীগের সময় শেষ। আমি একটু জানতে চাই, ফখরুল সাহেব, আমির খসরু সাহেব, কবে শেষ? দিন তারিখ বলুন। ১৪ বছর ধরে তো শুনছি। তারা বলে, রোজার ঈদের পর, কোরবানির ঈদের পর। তারপর বলল, বর্ষার পর, পরীক্ষার পর। এই বছর না ওই বছর? আন্দোলন হবে কোন বছর? দেখতে দেখতে ১৪ বছর। মানুষ বাঁচে কয় বছর?’

সেতুমন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব, সময় যখন শেষ প্রেস কনফারেন্স করে সময়টা জানিয়ে দিন। আমরা এক গোছা গোলাপ, রজনীগন্ধার নিয়ে হাজির হব। সময়টা বলেন। যেন আমরা সময় মতো আপনাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা যখন বিদেশে সম্মানিত হয়, বাংলাদেশের মানুষ খুশি হয়। কষ্ট পায় বিএনপি, তাদের কলিজা শুকিয়ে যায়। শেখ হাসিনা সম্মান আনছে দেশের জন্য, এটা যখন দেখে তখন তাদের মুখের দিকে তাকানো যায় না।’

নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা প্রস্তুত আছি, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানের নিয়ম কারও জন্য অপেক্ষা করে না। যারা বাধা দেয়, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি তাদেরকে বাধা দেয় কি না, আমরা তা দেখতে চাই। গাজীপুর, খুলনা ও বরিশালের মতো সামনের সকল নির্বাচন সুন্দর হবে।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *