রাজ চলে গেল রাজের মতো

বিনোদন ডেস্ক :
জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক শরিফুল রাজ দম্পত্তিকে নিয়ে সামাজিক পাতায় চর্চা এখনও চলমান । কারণ এর আগে স্বামী শরিফুল রাজের কাছে ২৪ ঘণ্টার মধ্যে বিবাহবিচ্ছেদের দাবি জানিয়েছিলেন এই নায়িকা। তবে গেল ১০ জুন ছেলে রাজ্যের ১০ মাসের জন্মদিনে ফের একফ্রেমে দেখা গেল রাজ-পরী মণিকে। আর তাতেই অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির অনেকের জল্পনাও শুরু হলো, তা হলে কি এক হলেন এই তারকা দম্পতি! অবশেষে এমন সম্ভবনার কথা উড়িয়ে দিলেন পরী মণি।

আজ সোমবার (১২ জুন) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লিখেছেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এ সব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন…… কিন্তু সব কি আর সব সময় এক হয়? আমরা ১০ তারিখটা (যেটি আমাদের জীবনের অন্যতম বিশেষ দিন, আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) উদ্‌যাপন করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানব না। ৯ তারিখ রাতে নানাভাই (পরীমণির দাদু) ঢাকায় আসেন। তারপর এই আয়োজন। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর, রাজ চলে গেল রাজের মতো……… আশা করি এটা এখানেই শেষ হবে।’

২৯ মে চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হয়। যদিও কিছুক্ষণ পরই সেগুলো মুছে দেওয়া হয়। ভিডিও ক্লিপ ও ছবি কে পোস্ট করেছেন, তা নিয়ে এখনও ধোঁয়াসা রয়েছে। কিন্তু তারপর থেকেই পরী-রাজের সম্পর্কের অবনতি যে, স্ত্রী-পুত্রকে ছেড়ে আলাদা থাকা শুরু করেন রাজ।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *