বিসিসি নির্বাচন: নগরজুড়ে নিরাপত্তা জোরদ্বার

 শামীম আহমেদ, বরিশাল

বরিশাল সিটি কর্পোরেশন পঞ্চম পরিষদের নির্বাচনের সকল  ধরনের প্রস্তুতি নেয়য়ার কারনে এবার বরিশালে ভোট উৎসব হবে বলে আশা প্রকাশ করেছেন  সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।  পাশাপাশি তিনি ভোট দিতে ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্যও আহŸান জানিয়েছেন।

আজ রোববার (১১ জুন) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরের বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমি থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু কালে রিটার্নিং কর্মকর্তা এসব কথা বলেন তিনি।

প্রথমবারের মত এবার বরিশালের সবগুলো কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট গ্রহণ হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইভিএমএ ভোট দেয়ার বিষয়ে প্রতীক বরাদ্দের পরই প্রতিটি ওয়ার্ডে একটানা ভোটারদের প্রশিক্ষন দেয়া হয়েছে। এতে ভোটরদের মাঝে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে, পাশাপাশি তাদের ব্যপক সারার কারনে নির্ধারিত সময়ের বেশি থেকেও প্রশিক্ষন দিতে হয়েছে আমাদের। ফলে আশা করছি কেন্দ্রে ভোটার সমাগম ঘটবে এবং সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পারবে

তিনি বলেন, ১২৬ টি কেন্দ্রের ৮৯৪ টি বুথের জন্য দেড় হাজার ইভিএম মেশিন রাখা হয়েছে। সকাল থেকে ইভিএম মেশিনসহ নির্বাচনী সামগ্রী প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেয়া হচ্ছে। বুঝে নেয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে  স্ব স্ব কেন্দ্রে চলে যাবেন প্রিজাইডিং অফিসাররা। এছাড়া ১২৬ টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রায় ১২শ সিসি ক্যামেরা বসানো হয়েছে

আর গোটা বিসিসি নির্বাচনী এলাকাকে নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলতে সাড়ে ৪ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম।  যেখানে অপরদিকে  প্রতি কেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য মিলিয়ে ১ হাজার ৫১২ জন অনসার সদস্য কেন্দ্রে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে। এছাড়া র‌্যাবের ১৬ টি টিম স্ট্রাইকিং ফোর্স হিসেব মাঠে কাজ করছে।এর পাশাপাশি দশ প্লাটুন বিজিবি, ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দশ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন।এদিকে সকাল থেকে বরিশাল নগরের প্রতিটি মোড়ে মোড়ে টহল পুলিশ তল্লাশি চালাচ্ছে।  নগর জুড়ে বিজিবির টহল অব্যাহত রয়েছে। বহিরাগতদের নগরী ছাড়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে প্রশাসন।  তবে নির্দেশনা উপেক্ষা করে বহিরাগত জারা এখনো অবস্থান করছেন তাদের বিরুদ্ধও ব্যাবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

 

শামীম আহমেদ


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *