ডেস্ক রিপোর্ট :
ক্ষমতাসীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্কিন ভিসানীতিকে আওয়ামী লীগ সরকার ভয় পায় না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। অপকর্ম করলে বিএনপিকে এর মূল্য দিতে হবে।’
আজ শনিবার (১০ জুন) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংলাপের জন্য আমরা তো তাদের (বিএনপি) ডাকছি না। তত্ত্বাবধায়ক মানলে, শেখ হাসিনা পদত্যাগ করলে, পার্লামেন্ট বিলুপ্ত করলে কার সঙ্গে বসবে তারা। বাতাসের সঙ্গে সংলাপ করবে সরকার পদত্যাগ করলে? মির্জা ফখরুল অবান্তর কথা বলে যাচ্ছেন। তার কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ ও পার্লামেন্টের বিলুপ্তি—এই তিন ভূত নামাতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সমাবেশের নামে পিকনিক পার্টি করে। তারা আবার পদযাত্রা করবে। তাদের শরিক হল ৫২ দল। ভেতরে ভেতরে অনেকেই ভেগে গেছে। এখন কত দলের জগাখিচুড়ির ঐক্য। যে ঐক্যে নেতা নেই, মানুষ নেই—সে আন্দোলন গণআন্দোলনে রূপ নেবে না।’
যেকোনো আন্দোলনে নেতা লাগে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির দুই নেতাই দণ্ডিত। একজন হাসপাতালে, আরেকজন পালিয়ে লন্ডনে। প্রতিদিন সেখান থেকে অনলাইনে ফরমায়েশ দিচ্ছে। আদালতের রায় না মেনে টেমস নদীর ওপার থেকে ফরমায়েশ পাঠাচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণ-আন্দোলন চাইলে, গণ-আন্দোলনের ঢেউ চাইলে, সৎ সাহস থাকলে আসুন। রাজপথে আসুন, মোকাবিলা হবে—কে হারে, কে জেতে। আমরা মাঠে থাকব, মোকাবিলা করব।’
জামায়াতে ইসলামীর সমাবেশের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘তাদের (জামায়াত) মাঠে নামিয়েছে তাদের মুরব্বি বিএনপি। এর মানে, দলটি আগুন সন্ত্রাস ও ভাঙচুরের প্রস্তুতি নিচ্ছে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply