ডেস্ক রিপোর্ট :
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রোববার (৪ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেছেন, আর্থিক ও সমন্বয়হীনতাসহ নানা কারণে এই সমস্যা সমাধান সম্ভব হয়নি। তবে, তা নিয়ে শঙ্কার কারণ নেই। পরিস্থিতি এখনও সরকারের নিয়ন্ত্রণে আছে।
চলমান বিদ্যুৎ ও জালানি সংকট দূর করতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর জোর দিয়ে নসরুল হামিদ বলেন, ‘দৈনিক আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। এতে জনভোগান্তির সৃষ্টি হয়েছে।’
নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রে চাহিদামতো জ্বালানি দিতে পারছি না। লোডশেডিং বেড়ে গেছে, কারণ গ্যাস, কয়লা ও তেল জোগান দিতে সময় লাগছে। তাই লোডশেডিং অসহনীয় হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগ চেষ্টা করছে, দ্রুত পায়রায় কয়লা সরবরাহ করতে।’
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে এখান থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। বিদ্যুৎ নিরবচ্ছিন্ন দেওয়ার পরিকল্পনা ছিল। এই সমস্যার কথা আগে জানলেও আর্থিক ও সমন্বয়হীনতাসহ নানা কারণে তা সমাধান করা সম্ভব হয়নি।’
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘এটা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি এখনও সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আশা করি এই সমস্যা কেটে যাবে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply