ডেস্ক রিপোর্ট :
ভারতের উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাংলাদেশি। চার বাংলাদেশির এখনো কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে ৩.১৫ মিনিট নাগাদ করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা ৭ টা নাগাদ সেটি বালাসোরের বাহানাগা বাজার নামক জায়গায় দুর্ঘটনার মুখে পড়ে। সেই অভিশপ্ত ট্রেনটিতে ছিলেন ওই বাংলাদেশি যাত্রীরা।
যদিও কোন বাংলাদেশি নাগরিকের নিহত হওয়ার ঘটনা নেই বলেই জানা গেছে। কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের তরফেও জানানো হয়েছে এই দুর্ঘটনায় কোন বাংলাদেশের প্রাণহানি হয়নি।
তবে এখনো পর্যন্ত দুইজন যাত্রী ওই ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছে। তাদের শরীরের নিচের অংশে মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। শুক্রবার রাতে দুর্ঘটনার পরই অন্য যাত্রীদের পাশাপাশি দুই বাংলাদেশি যাত্রীকে উদ্ধার করে তাদের প্রথমে বালাসোরের ফকির মোহন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নততর চিকিৎসার জন্য কটকের উড়িষ্যার কটকে শ্রীরামা চন্দ্র ভঞ্জ (এসসিবি) মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাদের।
ফকির মোহন হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডাক্তার টি সুরেশ কুমার গুপ্তা জানান ‘ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে দুই জন বাংলাদেশি যাত্রী এখানে ভর্তি হয়। যদিও তাদের নাম এখনও পর্যন্ত জানা যায়নি, কারণ দুর্ঘটনার পরেই অচেতন হয়ে পড়ার কারণে তারা তাদের নাম বলতে পারছে না। তবে তারা উভয়েই জানিয়েছে তারা বাংলাদেশের বাসিন্দা। তাদের উভয়ের শরীরের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, শরীরের ত্বকের অবস্থা ভালো না। স্বাভাবিক কারণে তাদের উভয়কেই উড়িষ্যার কটকের এসসিবি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়।’
এখনও সন্ধান পাওয়া যাচ্ছে না চার বাংলাদেশির। জানা গেছে এদের মধ্যে রয়েছেন পাবনার বাসিন্দা মোঃ আসলাম শেখ (৩৩), খুলনার বাসিন্দা রুপা বেগম খান, ঢাকার দুই বাসিন্দা খালেদ বিন আওকাত(৫০) ও মোহাম্মদ মোক্তার হোসেনকে(৩৫)।
এ ব্যাপারে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস জানান ‘দুই বাংলাদেশি নাগরিক আহত হয়ে কটকের হাসপাতালে চিকিৎসাধীন। চার জনের এখনও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।’
তিনি আরো জানান ‘নিখোঁজ ওই চার বাংলাদেশি নাগরিকের পরিবারের পক্ষ থেকে কলকাতার উপদূতাবাসের দেওয়া হট লাইনে ফোন করে জানান তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছেন না। এরপর তাদের সন্ধানে উপদূতাবাসের কর্মকর্তারাও খোঁজ খবর শুরু করেন। রাখছেন।’
শনিবার সকালেই বাংলাদেশ উপদূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এই প্রতিনিধি দলের নেতৃত্ব আছেন মিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মারেফত তারিকুল ইসলাম।
এর আগে বাংলাদেশি যাত্রীদের দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা করে কলকাতাস্থ বাংলাদেশ উপ দূতাবাসের তরফ থেকে শুক্রবার রাতেই এক বিবৃতিতে জারি করে দুর্ঘটনা সম্পর্কিত তথ্যের জন্য একটি হটলাইন নম্বর (+ ৯১ ৯০ ৩৮৩৫ ৩৫ ৩৩ (হোয়াটস অ্যাপ) চালু করে তাতে যোগাযোগ করতে বলা হয়। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের যাবতীয় তথ্য পেতে উপদূতাবাসের তরফে ভারতের রেল কর্তৃপক্ষ এবং উড়িষ্যার রাজ্য সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা শুরু করে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply