স্পোর্টস ডেস্ক :
ক্রীড়াঙ্গনে ‘সুপার সানডে’ বলে একটা কথা আছে। সেই সুপার সানডেতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল। বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ক্রিকেট মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম তৈরি চ্যাম্পিয়নকে বরণ করে নিতে। প্রস্তুত ফাইনালের দুদল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। কিন্তু, বেরসিক বৃষ্টিতে এখনও খেলাই মাঠে গড়াতে পারল না। ফাইনালে বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। হচ্ছেও মুষলধারে।
বৃষ্টির বর্তমান অবস্থা অনুযায়ী, খেলা যদি বাংলাদেশ সময় ১০টা ৫ মিনিটের মধ্যে মাঠে গড়াতে পারে, তাহলে কোনো ওভার কাটা ছাড়াই পুরো ম্যাচ অনুষ্ঠিত হবে। যদি তখনও বৃষ্টি চলতে থাকে, তাহলে আম্পায়ররা অপেক্ষা করবেন বাংলাদেশ সময় রাত ১২টা ২৬ মিনিট পর্যন্ত। খেলা তখন পাঁচ ওভারে নেমে আসবে।
এর মধ্যেও যদি একটি বলও না খেলা হয়, তাহলে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (২৯ মে)।
এটিভি বাংলা/ হৃদয়
Leave a Reply