অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের প্রাইভেটকারকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় আজ শুক্রবার (২৬ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ডেপুটি হাইকমিশনার কামার আব্বাসের গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাচ্ছিলেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার নিজে প্রাইভেটকার চালিয়ে তাঁর স্ত্রী রেহেনা সারোয়ার, ছেলে মোহাম্মদ খোকর ও মেয়ে হুদা আব্বাস শ্রীমঙ্গলের মৌলভীবাজারে যাচ্ছিলেন। তারা মহাসড়কের রামপুর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে দ্রুত হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় বাসের চালক মো. সাইফুল ইসলামকে (৩০) বাসসহ আটক করা হয়।

পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *