সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে

ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে, রাজনৈতিক দলগুলোকে আলোচনা ও সমঝোতার মাধ্যমে নির্বাচনের পথে চলে আসারও আহ্বান জানান তিনি। আজ বুধবার (১৭ মে) পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে এই অনুরোধ এবং আহ্বান জানান মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি বলেছেন, ‘একসময় দেশে অনির্বাচিত সরকারের প্রয়োজন হয়েছিল। বর্তমানে অনির্বাচিত সরকারের অধীনে কোনো রকম নির্বাচন হওয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। আইন অনুযায়ী, একটা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই একটি নিরপেক্ষ নির্বাচন হবে।’

মো. সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে। তাদেরকে মাথা উঁচু করার কোনো সুযোগ দেওয়া যাবে না।’

রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু যে আশা-ভরসা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তা হলেই এই দেশ বিনির্মাণে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘এ সরকার বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করছে। বিশ্বের বুকে বাংলাদেশ গর্বে উঁচু করে দাঁড়িয়েছে।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *