ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর এবারের বিদেশ সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি একটি ঐতিহাসিক সফর। বিএনপি এরই মধ্যে এই সফর নিয়ে বিষোদগার করতে শুরু করেছে। কারণ তাদের অন্তরে জ্বালা আছে আমরা জানি।
আজ শনিবার (৬ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় সেতুমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা হিংসা করে, তারাই মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে বিষোদগার করছে।’
এটিভি বাংলা / হৃদয়

Leave a Reply