স্পোর্টস ডেস্ক :
সৌদি আরবের ক্লাব আল-হিলাল লিওনেল মেসির জন্য বসে আছে অঢেল অর্থ নিয়ে। ব্যাপারটা এমন, অর্থ কোনো ব্যাপার নয়। শুধু মেসির হ্যাঁ বলার অপেক্ষা। মেসি হ্যাঁ বলেছেন, আল-হিলালের সঙ্গে চুক্তিও সম্পন্ন। চুক্তির অঙ্কটা যে কারও চোখ কপালে তুলবে
মেসিকে বছরে প্রায় ৪০০ মিলিয়ন ইউরো দিতে নাকি রাজি সৌদি প্রো লিগের দল আল-হিলাল। এমন ইঙ্গিতই দিলেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিয়ো রোমানো।
গতকাল বুধবার (৩ মে) রোমানো তার ফেসবুক ভেরিফায়েড পেজে মেসি ও আল-হিলালের চুক্তি নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, ‘মেসিকে বছরে ৪০০ মিলিয়ন ইউরোর বেশি অর্থের প্রস্তাব দিয়েছে আল-হিলাল এবং সেটি আরও এক মাস আগেই।’
কাল আরও একটি পোস্টে রোমানো বলেন, ‘কোনো সন্দেহ নেই মৌসুম শেষে মেসি পিএসজি ছাড়ছেন। এই বিষয়ে মেসির বাবা জোর্সে মেসি এক মাস আগেই পিএসজি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে।’
ধারণা করা হচ্ছে আল-হিলালের কাছ থেকে বড় অঙ্কের প্রস্তাব পাওয়ার পরই পিএসজির সঙ্গে বসেছেন মেসির বাবা।
মেসি এখন সপরিবারে সৌদি আরবে অবস্থান করছেন। সৌদির পর্যটনদূত মেসি নিজ ক্লাব পিএসজিকে না বলেই চলে গেছেন মরুর দেশে। এতে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধও হয়েছেন তিনি। তাতে অবশ্য বিচলিত মনে হচ্ছে না মেসিকে। বরং স্ত্রী-সন্তানদের নিয়ে সময়টা দারুণ উপভোগ করছেন তিনি। কে জানে, ভবিষ্যৎ গন্তব্যে নিজেকে মানিয়ে নিতেই হয়তো এই সফর।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply