মাদারীপুরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

ডেস্ক রিপোর্ট :
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (১ মে) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ট্রাকচালক বসির হাওলাদার (৩৫) ও চালকের সহকারী সুজন (২৫)। নিহত বসির হাওলাদারের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকায় ও সুজনের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার বেখুটিয়া স্বজলপুর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘খবর পেয়ে আমরা দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *