লাইফস্টাইল ডেস্ক :
চুলে রঙ করা এখন অন্যতম ফ্যাশন। আজকাল চুলে নানা ধরনের কালার করার প্রবণতা দেখা যায়। মেহেদী, বাদামি, লাল রঙ তো রয়েছেই। এর পাশাপাশি নীল, বেগুনি, সবুজ, রংধনু হেয়ার কালারের বেশ তরুনীদের মাঝে বেশ প্রিয়। স্টাইলিশ লুক দেওয়ার জন্য এটি একটি সহজ উপায়।
জিওড হেয়ারের প্রচলন খুব দেখা যাচ্ছে। এই ঈদে ভিন্ন লুক আনতে এই সাহসী পদক্ষেপটি নিয়ে ফেলতে পারেন। জিওড হেয়ার ভিন্ন ধরনের স্টাইল। এটি রংধনুর রঙ নিয়ে গঠিত। এসব রঙগুলি সুন্দর চেহারা দেয়। আজকাল এই হেয়ার কালারের প্রবণতা সহসা দেখা যাচ্ছে ।
একসাথে অনেকগুলো রঙও আপনি চুলে লাগাতে পারেন। সে ক্ষেত্রে, এমন ভাবে করুন যাতে উপর দিয়ে বোঝা না যায়। ভিতরের চুলগুলোকে রেইনবো শেড দিতে পারেন। উপরের চুলগুলো কালোই রাখুন। আপনি নড়লে বা এদিক-সেদিক তাকালে এই রঙগুলো বের হয়ে আসবে। এবার ঈদে যখনই চুল রঙ করবেন, অবশ্যই এই ধরনের রঙ বেছে নিন। যা আপনার ফ্যাশন স্টাইলকে দ্বিগুণ করবে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply