1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডকে সমীহ করছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক :
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে আগামীকাল মঙ্গলবার (৪ এপ্রিল) মাঠে নামবে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সিরিজ জেতা বাংলাদেশের লক্ষ্য থাকবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচটিও নিজেদের করে নেওয়া।

সম্প্রতি বদলে যাওয়া এক বাংলাদেশকে দেখছে ক্রিকেট দুনিয়া। পুরনো দলটাই নতুনভাবে গড়ে উঠছে নতুন উদ্যমে। আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচে তাই বাংলাদেশের জয় দেখছেন অনেকেই।

আয়ারল্যান্ড এখন পর্যন্ত মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলেছে। সবগুলোতেই হারের স্বাদ পেয়েছে তারা। টেস্টের নবীনতম সদস্য দেশটিকে বাতিলের খাতায় ফেলে দিতে নারাজ বাংলাদেশ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ সোমবার (৩ এপ্রিল) বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সমীহ করে কথা বলেন আয়ারল্যান্ড দলকে নিয়ে। মিরাজের মতে, ‘ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। আয়ারল্যান্ডকে একেবারে ছোট করে দেখার কিছু নেই। তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে।’

ছন্দে থাকা বাংলাদেশ দল টেস্ট খেলতে নামছেন অনেকদিন পর। এটিকে সুযোগ হিসেবে দেখছেন মিরাজ। সাদা বল থেকে লাল বলে এসে সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান মিরাজ। মিরাজ বলেন, ‘একটা দল হয়ে খেলব আমরা। সবাই খেলার মধ্যে আছি। বেশ আত্মবিশ্বাস কাজ করছে সবার মধ্যে। সবাই চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে। অবশ্যই মাঠে নামব জেতার জন্য।’

মিরাজ কথা বলেছেন নিজের খেলা নিয়েও। এই তারকা বলেন, ‘ব্যাটিংটা আমি সবসময়ই উপভোগ করি। মাঝে হয়তো তাল কেটে গিয়েছিল, তখন নিজের মধ্যে আত্মবিশ্বাস ছিল যে আমি ফিরে আসতে পারব। সেটা পেরেছি। টিমও আমার উপর আস্থা রাখছে। সুযোগ পেলে ভালো ব্যাটিং-বোলিং উপহার দিতে চাই।’

৩৭ টেস্টে মিরাজের উইকেট সংখ্যা ১৪৬ টি। আর মাত্র ৪ উইকেট পেলেই সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে সাদা পোশাকে দেড়শ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন মিরাজ। তবে এই মাইলফলক নিয়ে ভাবছেন না তিনি। দেড়শ উইকেট নয়, টেস্টে আরও বেশি উইকেট নিতে চান মিরাজ।

বর্তমানে ক্রিকেট যেকোনো সময়ের চেয়ে বেশি আগ্রাসী। ফরম্যাট যেমনই হোক, সবারই লক্ষ্য থাকে আক্রমণাত্মক ঢংয়ে খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া। এই প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আধুনিক ক্রিকেটে সব ফরম্যাটেই আক্রমণাত্মক খেলা হচ্ছে। মানসিকতা ঠিক রেখে দ্রুত মানিয়ে নিতে হবে। রান করতে হবে। দিনশেষে রান করাটাই আসল। আমরা চাইব প্রথম ১/২ দিনের মধ্যে যেন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি।’

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech