লাইফস্টাইল ডেস্ক :
আমাদের জীবনে কিছু বিষয় থাকে, যা অন্যদের সঙ্গে শেয়ার করা উচিত না। অনেক সময় ব্যক্তিগত তথ্য শেয়ার করলে আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। আর তা যদি ভুল মানুষের সঙ্গে বা সময়ে শেয়ার করা হয়, তাহলে তা আপনার জন্য আরও ক্ষতিকর হয়ে উঠবে। তাই কিছু কথা নিজের মধ্যেই রাখুন।
স্বপ্ন ও আকাঙ্খা
অন্যের সঙ্গে স্বপ্ন বা আকাঙ্খা ভাগ করে নিলে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। অনেক সময় তা ঈর্ষার কারণ হতে পারে। কেউ কেউ আপনার সামনে নিজস্ব ভয় এবং সন্দেহগুলো তুলে ধরতে পারে। এতে আপনার মধ্যে আত্ম-সন্দেহ এবং অনুপ্রেরণার অভাব দেখা দেবে। তাই নিজের আকাঙ্খা নিজের কাছে রাখাই ভালো।
আর্থিক অবস্থা
আর্থিক অবস্থা একটি সংবেদনশীল বিষয়, যা শুধুমাত্র পরিবারের সদস্য, কাছের বন্ধু বা পেশাদারদের সঙ্গে আলোচনা করা উচিত। অন্য কারও সঙ্গে আর্থিক তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। এটি হিংসা এবং ঈর্ষার কারণ হতে পারে।
ব্যক্তিগত সমস্যা
আমাদের সবারই ব্যক্তিগত সমস্যা আছে। তাই বলে সবার সঙ্গে তা শেয়ারের দরকার নেই। আপনার ব্যক্তিগত সমস্যা এমন কারও সঙ্গে শেয়ার করুন, যারা আপনাকে নিয়ে গসিপ করবে না। আপনার ওপর অপ্রয়োজনীয় চাপ দেবে না। আপনাকে নেতিবাচক দিকে নিয়ে যেতে পারে, এমন কারও সঙ্গে ব্যক্তিগত সমস্যা শেয়ার করবেন না।
আধ্যাত্মিক বিশ্বাস
আধ্যাত্মিক বিশ্বাসগুলো ব্যক্তিগত। যারা খোলা মনের অধিকারী তাদের সঙ্গে এসব বিষয় শেয়ার করুন। যারা বদ্ধ মনের হয়ে থাকেন, তাদের সঙ্গে করবেন না। তাহলে দ্বন্দ্বের সৃষ্টি হবে। আপনাকে অসম্মানের দিকে নিয়ে যেতে পারে।
সম্পর্কের সমস্যা
আপনার সম্পর্কের সমস্যাগুলো সাবধানে শেয়ার করবেন। অনেকের কাছে এগুলো এক ধরনের গসিপের টপিক হয়ে দাঁড়ায়। এটি আপনাকে নেতিবাচক দিকে পরিচালিত করতে পারে। এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে। একজন বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে আপনার সম্পর্কের সমস্যা শেয়ার করুন। তারা আপনাকে দরকারী পরামর্শ দিতে পারবে।
গোপনীয়তা
গোপন কথা আমাদের সবার মধ্যেই আছে। গোপনীয়তা গোপন রাখাই ভাল। গোপনীয়তা শেয়ার করা বিশ্বাসঘাতকতা, যা আপনাকে অবিশ্বাসের দিকে পরিচালিত করতে পারে। এতে সম্পর্কের ক্ষতি হয়। শুধুমাত্র তাদের সঙ্গে আপনার গোপনীয়তা শেয়ার করুন, যাদের আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। যারা নিজেকে বিশ্বস্ত বলে প্রমাণ করেছেন।
আপনার স্বাস্থ্য সমস্যা
আপনার স্বাস্থ্যের সমস্যাগুলো অন্যদের সঙ্গে শেয়ার না করাই ভাল। এটি আপনাকে আরও বেশি চাপের দিকে নিয়ে যেতে পারে। আপনার স্বাস্থ্য তথ্য গোপন রাখা জরুরি। তবে, যদি আপনি চিকিৎসা সহায়তা বা পরামর্শ চান সেক্ষেত্রে কাছের কাউকে জানান।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply