স্পোর্টস ডেস্ক :
স্প্যানিশ লা লিগায় সময় ভালো যাচ্ছিল না রিয়ালের। লা লিগার গত ম্যাচেই হেরেছিল চির প্রতিদ্বন্দ্বী বার্সোলনার কাছে। লিগে শীর্ষে থাকা কাতালানদের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে ছিল দলটি। সেই পরিসংখ্যান নিয়ে লিগের ২৭তম ম্যাচে রিয়াল ভায়াদোলিদের বিরুদ্ধে মাঠে নামে বেনজেমারা। নিজেদের মাঠে প্রতিপক্ষ ভায়াদোলিদের সঙ্গে এক প্রকার ছেলেখেলা করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। হ্যাট্রিক করেছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। আর এতেই ৬-০ গোলের বিরাট জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে পয়েন্ট টেবিলে ১৬তম স্থানে থাকা রিয়াল ভায়াদোলিদের মুখোমুখি হন আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের ২২ মিনিটে প্রথম গোলের দেখা পায় মাদ্রিদ। মার্কো অ্যাসেন্সিওর সহায়তায় গোল করেন রদ্রিগো। এরপর ২৯ থেকে ৩৬ এই আট মিনিটে ভায়াদোলিদকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন মাদ্রিদ অধিনায়ক বেনজেমা।
২৯ ও ৩২ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান এই ফরাসি স্ট্রাইকার। এ দুই গোলেই তাকে সহায়তা করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৩৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মাদ্রিদ অধিনায়ক। বেনজেমার তৃতীয় গোলে সহায়ক পাস আসে রদ্রিগোর পা থেকে।
৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে এসে গোলের সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। ৭৩ মিনিটে স্কোরশিটে নাম লেখান স্প্যানিশ তারকা অ্যাসেন্সিও। এতে তাকে সহায়তা করেন রদ্রিগো। ম্যাচের ৯১ মিনিটে ভায়াদোলিদের কফিনে শেষ পেরেক ঠোকেন লুকাস ভাস্কুয়েজ। এডেন হ্যাজার্ডের পাস থেকে দলের শেষ ও ম্যাচে নিজের প্রথম গোল করেন ভাস্কুয়েজ।
আধিপত্য বিস্তার করে খেলা মাদ্রিদ ভায়াদোলিদের গোল মুখে শট নেয় ২৯টি, যার মধ্যে ১৭টিই ছিল অন টার্গেটে। মাদ্রিদের গোলমুখে ভায়াদোলিদ শট নেয় ১২টি, যাতে লক্ষ্য বরাবর ছিল মাত্র দুটি। এতে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ২৭ ম্যাচ শেষে লা লিগায় সবার ওপরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭১। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৯।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply