লাইফস্টাইল ডেস্ক :
আদা লেমনেড স্বুসাদু পানীয়। সারাদিন সিয়াম সাধনার পর এই পানীয়টি আমাদের ক্লান্ত দূর করে দেবে। শরীরকে সতেজ করে তুলবে। তাই বাসায় ইফতারে বানিয়ে ফেলুন আদা লেমনেড।
উপাদান
· পানি ২ কাপ
· আদা টুকরো ১ ইঞ্চি
· লেবুর রস ৪ টেবিল চামচ
· মধু ৩ টেবিল চামচ
· লবণ ১/৪ চা চামচ
· জিরা গুঁড়া ১/৪ চা-চামচ
· কিছু বরফের টুকরো
প্রস্তুত প্রনালী
· প্রথমে ব্লেন্ডারে আদা এবং পানি মিশিয়ে নিন।
· এরপর লেবুর রস যোগ করুন।
· এবার লবণ এবং জিরা গুঁড়া মেশান।
· একটি ছাঁকনি দিয়ে মিশ্রণটি ফিল্টার করুন। এবার কিছু বরফের কিউব দিয়ে পরিবেশন করুন আদা লেমনেড।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply