স্পোর্টস ডেস্ক :
আগের ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছিল বাংলাদেশ। যা এক প্রকার অনুমিতই ছিল। ওই একাদশ নিয়ে জয়ও এসেছিল অনায়সে। তাই জয়ের কম্বিনেশন আর ভাঙেনি বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে আনেনি কোনো পরিবর্তন।
অন্যদিকে প্রথম ম্যাচে হেরে যাওয়া আয়ারল্যান্ড একটি পরিবর্তন এনেছে একাদশে। ক্রেইগ ইয়ংয়ের বদলে একাদশে ফিরিয়েছে পেস বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ডকে।
আজ বুধবার (২৯ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে আইরিশদের বিপক্ষে টসে আগে ব্যাটিংয়ে সাকিব আল হাসানের দল। যদিও টসের পর বৃষ্টির কারণে এখনো খেলা শুরু হয়নি।
প্রথম ম্যাচেও টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। লিটন দাস-রনি তালুকদার মিলে ওপেনিংয়ে এনে দেন দুরন্ত শুরু। দুজনে মিলে গড়েন ৯১ রানের জুটি। পাওয়ার প্লেতে আসে ৮১ রান, যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ। পরে বল হাতে তাসকিন আহমদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বৃষ্টি আইনে ২২ রানের জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটে চলছে বসন্তের সুবাতাস। সঙ্গে লাকি ভেন্যু চট্টগ্রামে খেলা, যে মাঠ সবসময় দুহাত ভরে দিয়েছে বাংলাদেশকে। আজই তাই সিরিজ নিজেদের করে নিতে চান সাকিব আল হাসানরা। তাহলে মাত্রই আগের সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলাই করার পর এটি হবে বাংলাদেশের টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়।
আয়ারল্যান্ড একাদশ: মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ফিওন হ্যান্ড।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার, তৌহিদ হৃদয়।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply