স্পোর্টস ডেস্ক :
শক্তি-সামর্থ্য, পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ফর্ম—সব বিবেচনায় আয়াল্যান্ড থেকে এগিয়ে বাংলাদেশ। নিজেদের মাঠে আগ্রাসী ক্রিকেট উপহার দিয়ে ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জিতেছে লাল-সবুজের দল। ওয়ানডের স্মৃতিকে সঙ্গে নিয়ে এবার আইরিশদের বিপক্ষে ভিন্ন ফরম্যাটে নেমেছে বাংলাদেশ।
আজ সোমবার (২৭ মার্চ) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সীমিত ওভারের ফরম্যাটে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহবিহীন বাংলাদেশ মাঠে নামছে একঝাঁক তরুণদের নিয়ে। যাদের নিয়ে টি-টোয়েন্টিতে আইরিশবধের লক্ষ্যে মাঠে নেমেছে হাথুরুসিংহের শিষ্যরা।
এই ফরম্যাটে মাত্রই আগের সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। একই লক্ষ্য আইরিশদের বিপক্ষে। তাছাড়া এই ফরম্যাটে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের অতীত পরিসংখ্যানও সুখকর। শেষ পাঁচ দেখায় তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ, একটিতে জিতেছে আইরিশরা। বাকি একটিতে ফল আসেনি।
অন্যদিকে ওয়ানডে সিরিজে ভালো করতে না পারলেও, টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রত্যয়ী আয়ারল্যান্ড। নিজেদের ফিরে পেতে মরিয়া আইরিশরা। এখন দেখার পালা, বাংলাদেশের ধারাবাহিক জয় নাকি আয়ারল্যান্ডের ঘুরে দাঁড়ানো—কোনটি হবে সাগরিকায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ : পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লোরকান ট্রাকার (উইকেটরক্ষক), হ্যারি ট্যাক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডাইর, গ্রাহাম হিউম , ম্যাথিউ হামফ্রেইস ও ক্রেইজ ইয়ং।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply