এখনো রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে আসছে চীন। এই দাবি খোদ মার্কিন প্রশাসনের নানা মহল থেকেই বিভিন্ন সময় উঠেছে।

তবে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন, এখনো চীন রাশিয়াকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করেনি।

কানাডা সফরের সময় শুক্রবার বাইডেন বলেছেন, ‌‘আমি গেল তিন মাস ধরেই শুনছি চীন রাশিয়াকে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে। তবে তারা এখনও সেটা করেনি। তবে এর মানেই এই নয় যে তারা তেমনটা করবে না। তবে এখনও করেনি।’

বাইডেন আরও বলেন, ‘আমি চীনকে হালকাভাবে নিচ্ছি না। আমি রাশিয়াকেও হালকাভাবে নেইনি।’

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও বলেছেন, ইউক্রেন ইস্যুতে এখনও চীনকে সীমা লঙ্ঘন করতে দেখেননি।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *