ঘরের মাঠে কদিন আগেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লজ্জা দিয়েছে বাংলাদেশ। সেই আনন্দের রেশ না কাটতেই এবার বাংলাদেশের লক্ষ্য আইরিশবধ। সেই লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল শনিবার (১৮ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।
একদিনের ক্রিকেটে বাংলাদেশ অনেক বছর ধরেই সমীহ জাগানিয়া দল। খেলা যদি হয় দেশের মাটিতে, তাহলে সম্ভাবনা আরও বেড়ে যায়। ভক্ত-সমর্থকরা আশায় থাকেন ভালো ফলের। সেই ভালো ফল মানেই জয়ের চাহিদা।
সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ইংলিশদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ পেয়েছিল জয়ের দেখা। যদিও ওয়ানডে সিরিজে হার মানতে হয় ২-১ ব্যবধানে। তবে শেষ ওয়ানডের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে টানা জয়ের মধ্যে আছে বাংলাদেশ।
নিজেদের মাঠে বাংলাদেশ ফেভারিট হলেও আয়ারল্যান্ডকে হালকা করে দেখার উপায় নেই। কারণ, গত কয়েকদিনে তারা কন্ডিশনের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছে। তা ছাড়া একমাত্র প্রস্তুতি ম্যাচে গত বুধবার (১৫ মার্চ) আইরিশদের কাছে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে বিসিবি একাদশ। সব মিলিয়ে হালকাভাবে দেখার সুযোগ নেই।
যদিও প্রস্তুতি ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ব্যবধান অনেক। তারুণ্য নির্ভর বাংলাদেশকে নিয়ে আশাবাদী প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে সাকিব আল হাসান-তামিম ইকবালদের কোচ হয়ে আসার পর সবার আগে নজর দিয়েছেন তরুণদের দিকে। তারুণ্য নির্ভর দল নিয়ে ইংল্যান্ডের মতো আয়ারল্যান্ড সিরিজ নিয়েও আশাবাদী হাতুরুসিংহে।
হাসান মাহমুদ, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, রনি তালুকদারদের মতো তরুণদের নিয়ে দল সাজিয়েছেন হাতুরুসিংহে। এ প্রসঙ্গে আজ শুক্রবার (১৭ মার্চ) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি তাদের খেলার মাঠে পূর্ণ স্বাধীনতা দিতে চাই। আন্তর্জাতিক পর্যায়ের জন্য ওরা নিজেদের মানসিকভাবে প্রস্তুত করুক। হার-জিত নয়, আমি দেখতে চাই ওরা চাপের মুখে কেমন আচরণ করে। যদি সেটি হয়, তাহলে বুঝব আমরা সঠিক পথেই আছি।’
কালকের ম্যাচের আগে বাংলাদেশ দলে দুশ্চিন্তার কারণ একাধিক খেলোয়াড়ের চোট। আঙ্গুলের চোটে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন জাকির হাসান। জ্বরে ভুগছেন অধিনায়ক তামিম ইকবাল। যদিও আজ অনুশীলন করেছেন, তবে অধিনায়ককে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। অনিশ্চয়তা আছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়েও। এ ছাড়া অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোখে-মুখে চোট পেয়েছেন তিনি।
আইরিশ দলে তেমন কোনো অসুবিধা নেই। পাশাপাশি প্রস্তুতি ম্যাচ জিতে মানসিকভাবে এগিয়ে আছে তারা। মানিয়ে নিচ্ছে কন্ডিশনের সঙ্গে। তবে, বাইশ গজে নামার আগে মাঠের বাইরে ফেলে আসতে হবে সবকিছু। যেখানে চেনা কন্ডিশনে ম্যাচ জয় ছাড়া অন্যকিছু ভাবছে না বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, রনি তালুকদার, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড স্কোয়াড : অ্যান্ডি বালবের্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, ম্যাথু হামব্রিস, ব্যারি ম্যাককার্টি, হ্যারি টেক্টর, বেন হোয়াইট, মার্ক আদাইর, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ডি ম্যাকব্রিন, জস লিটল, লোরকান টাকার, গ্যারেথ ডিলানি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply