ক্রিস জর্ডানের বলে তাসকিন আহমেদ পরপর দুটো চার মারলেন। প্রথম চারে চাপ কমলো, দ্বিতীয় চারে হলো ইতিহাস। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টানা দুই ম্যাচ হারিয়ে টি-টোয়েন্টিতে ঐতিহাসিক সিরিজ জিতলো বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল রোববার (১২ মার্চ) এমন এক ইতিহাস গড়েছে টাইগাররা, যা সিরিজ শুরুর আগেও কেউ ভাবতে পারেনি। রূপকথা তৈরির পর সাকিব আল হাসানদের এবার হাতছানি দিয়ে ডাকছে ইংলিশদের বাংলাওয়াশ করার সুযোগ। সেই লক্ষ্যে আজ মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুরে বিকেল তিনটায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হয়ে আসার পর দলটাকে বদলে দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। অধিনায়ক সাকিব ও হাথুরুসিংহে মিলে তারুণ্যের সমন্বয়ে যে দল গড়লেন, তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে বিশ্বসেরাদের। দুই ম্যাচেই নাজমুল হোসেন শান্তর ধারাবাহিকতা, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরম্যান্স, বল হাতে মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদের জ্বলে ওঠা; সবমিলিয়ে দুর্দান্ত ছন্দে আছেন টাইগাররা। কাল তাই জয় ছাড়া অন্যকিছু ভাবছে না কেউই।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে শামীম হোসেনের পরিবর্তে মিরাজকে খেলিয়েছিল বাংলাদেশ। ক্যারিয়ারসেরা বোলিং করে হয়েছেন ম্যাচসেরা। সিরিজ জয়ের পর শেষ ম্যাচেও দলে আসতে পারে পরিবর্তন। সুযোগ দেওয়া হতে পারে তানভীর আহমেদকে। তাকে জায়গা দিতে বিশ্রামে যেতে পারেন নাসুম আহমেদ। পেস আক্রমণেও আছে বদলের সম্ভাবনা। হাসান মাহমুদকে বিশ্রামে রেখে খেলানো হতে পারে নুরুল হাসান সোহানকে।
অন্যদিকে আহত সিংহ ইংল্যান্ড চাইছে শেষ ম্যাচে জয়ের হাসি হাসতে। এতে অন্তত এড়ানো যাবে বাংলাওয়াশের লজ্জা। একাদশে পরিবর্তন আনবে তারাও। ক্রিস জর্ডানের জায়গায় সুযোগ পেতে পারেন রিচি টপলি। তাই সিরিজ বগলদাবা করলেও ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের সামনে। বরং ভক্ত-সমর্থকদের চাওয়া শেষ ম্যাচেও শেষ হাসি হাসুক বাংলাদেশ। ইংলিশদের বাংলাওয়াশ করার সুযোগ যে রোজ রোজ আসবে না।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, তানভীর আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, জফরা আর্চার, আদিল রশীদ, মার্ক উড, রিচি টপলি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply