বিশ্ব সিনেমার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হয় এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর। মোট ২৪টি ক্যাটাগরিতে দেয়া হয়েছে এই পুরস্কার।
এবারের আসরে সাতটি পুরস্কার জিতেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ চলচ্চিত্র। সেরা তথ্যচিত্র শর্ট ক্যাটাগরিতে পুরস্কার ভারতের দ্য এলিফ্যান্ট হুইসপার্স এবং সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নিয়েছে ভারতীয় চলচ্চিত্র আরআরআর-এর ‘নাটু নাটু’ গানটি।
এবাররে অস্কারজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা:
সেরা চলচ্চিত্র: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
সেরা অভিনেত্রী: মিশেল ইয়েয়োহ (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেতা: কে হুই কুয়ান (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জেমি লি কোর্তোয়া (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা পরিচালক: ড্যানিয়েল কুয়ান ও ড্যানিয়েল স্নেইনার্ট (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা মৌলিক গান: নাটু নাটু, কালা ভৈরব ও রাহুল সিপলিগুঞ্জ (আরআরআর)
সেরা মৌলিক আবহ সংগীত: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার
সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: দ্য হোয়েল
সেরা মৌলিক চিত্রনাট্য: এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: উইমেন টকিং
সেরা সাউন্ড: টপ গান: ম্যাভেরিক
সেরা চলচ্চিত্র সম্পাদনা: এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স
সেরা প্রোডাকশন ডিজাইন: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: দ্য ওয়ে ওব ওয়াটার
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা অ্যানিমেটেড ফিচার: গুইলারমো ডেল টরো’স পিনোশিও: গুইলারমো ডেল টরো, মার্ক গুস্তাফসন, গ্যারি উঙ্গার ও অ্যালেক্স বাল্কলে
সেরা তথ্যচিত্র ফিচার: নাভালনি
সেরা লাইভ অ্যাকশন শর্ট: অ্যান আইরিশ গুডবাই
সেরা তথ্যচিত্র শর্ট: দ্য এলিফ্যান্ট হুইসপার্স
সেরা অ্যানিমেটেড শর্ট: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply