টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার সেই ইতিহাস গড়ার দুয়ারে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের সামনে হাতছানি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার। সেই লক্ষ্যে আজ রোববার (১২ মার্চ) ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাচটিতে এক পরিবর্তন এনেছে লাল-সবুজের দল। মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেনের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।
অন্যদিকে এক পরিবর্তন এনেছে ইংল্যান্ডও। মিরপুরের পিচে স্পিন শক্তি বাড়িয়েছে ইংলিশরা। সেই জন্য একাদশে অভিষেক করানো হয়েছে রেহান আহমেদকে। ১৮ বছর বয়সী রেহানকে জায়গা দিতে বাদ পড়েছেন মার্ক উড।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে চট্টগ্রামে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬ উইকেটে ধরাশায়ী করে বাংলাদেশ। ব্যাট, বল, ফিল্ডিং; তিন বিভাগে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল।
প্রথম ম্যাচে নির্ভার হয়ে খেলার সুফল পেয়েছে বাংলাদেশ। হাতছানি এখন ইতিহাস গড়ার। তবে সেটি সহজ নয়। হেরে গেলেও ইংলিশদের আছে শক্তিশালী দল। ব্যাট, বল, ফিল্ডিং; তিন বিভাগেই ভারসাম্যপূর্ণ তারা। তাই সিরিজ জিততে হলে বাংলাদেশকে যে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার, তৌহিদ হৃদয়।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ক্রিস ওকস ও রেহান আহমেদ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply