প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হারের ব্যর্থতা পেছনে ফেলে টি-টোয়েন্টির শুরুটা স্বপ্নের মতো হলো সাকিবদের। জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান অধিনায়ক সাকিব আল হাসান।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের জয় ৬ উইকেটে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
এমন দাপুটে জয়ের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে অধিনায়ক সাকিব শুনিয়েছেন আশার বাণী। মাঠে বাংলাদেশের আক্রমণাত্মক মনোভাব প্রসঙ্গে সাকিব বলেন, ‘হ্যঁ, এটাই আমরা করতে চাই। বিশেষ করে টি-টোয়েন্টিতে। যেটাতে আমরা খুব বেশি ভালো পারফর্ম করি না। আর ড্রেসিংরুমের পাশাপাশি মাঠে আমরা এই ধরনের আবহ তৈরি করার চেষ্টা করছি। আশাকরি এই ইতিবাচক মনোভাব আমরা প্রত্যেকটি ম্যাচেই ধরে রাখতে পারব।’
ব্যাটের পাশাপাশি বল হাতেও প্রথম টি-টোয়েন্টিতে দ্যুতি ছড়িয়েছেন সাকিব। ব্যাট হাতে ২৪ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। আর বল হাতে ২৬ রান দিয়ে নেন ১ উইকেট।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply