স্পোর্টস ডেস্ক :
সাকিব আল হাসান মানেই যেন একের ভেতর অনেক। তার হাতের মুঠোয় চলে রেকর্ড ভাঙা গড়ার খেলা।
সিরিজের শেষ ওয়ানডেতে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যেই ৫০ রানে ইংলিশদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা।
ইংল্যান্ডের বিপক্ষে আজ চট্টগ্রামে মাঠে নামার আগে ওয়ানডেতে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ছিল ২৯৬। এই ম্যাচে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ধসিয়ে দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব।
১৪তম বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন এই অলরাউন্ডার।
তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট ও ৬০০০ হাজার রানের ক্লাবে নাম লেখালেন সাকিব। সাকিবের আগে শহীদ আফ্রিদি ও সনাৎ জয়াসুরিয়া এই কীর্তি গড়েছেন।
আজ সাকিবের প্রথম শিকার ছিলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। আর চতুর্থ শিকার রেহান আহমেদ। শুরু থেকেই বোলিংয়ে সাকিব ইংলিশ ব্যাটারদের চেপে ধরেছিলেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply