ইংল্যান্ড কেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারই নমুনা দেখল বাংলাদেশ। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও ইংলিশদের দাপট। ফলাফল ৭ বছর পর ঘরের মাঠে বাংলাদেশকে দিল সিরিজ হারের তিক্ত স্বাদ। সিরিজ জয়ের ম্যাচে নায়ক ইংলিশ ব্যাটার জেসন রয়।
আজ শুক্রবার (৩ মার্চ) বাংলাদেশকে হারানোর পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের সেঞ্চুরি প্রসঙ্গে জেসন রয় বলেন, ‘প্রথম ম্যাচে আমরা কিছু ভুল করেছি, তাই চেষ্টা করেছি এই ম্যাচে সেগুলো শুধরে সেরাটা দেয়ার। রানের জন্য আমার ক্ষুধা ছিল, আজ করতে পেরে ভালো লাগছে। আপনি যখন শতক করবেন তখন আপনার কাছে দারুণ অনুভব হবে। বিশেষ করে বাটলারের সঙ্গে আমার জুঁটি বেশ কাজে দিয়েছে। সে আমাকে দারুণভাবে সহায়তা করেছে।’
মিরপুরের উইকেট প্রসঙ্গে রয়ের ভাষ্য, ‘গত ম্যাচের থেকে আজকের ম্যাচের উইকেটে টার্ন তুলনামূলক কম ছিল। আগের ম্যাচে এক্সটা বাউন্স ছিল পিচে, যদিও আজকে তেমন কিছু পাইনি। আজকেও বাউন্স ছিল, তবে উইকেট কিছুটা স্লো থাকায়, বল খুব ভালো ব্যাটে আসছিল। শেষ কয়েক ওভারে সবাই যেভাবে ব্যাটিং করেছে, সেটাই মূলত আমাদের এত বড় সংগ্রহ এনে দিয়েছে।’
বাংলাদেশের কন্ডিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেকটি জায়গায় পারফর্ম করতে আপনার বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। আমি ভারতেও রানের দেখা পেয়েছিলাম। তাই আশাবাদী ছিলাম এখানেও ভালো করব। তবে কাজটা খুব বেশি সহজ ছিল না। কারণ এই ধরনের কন্ডিশনে ভালো করতে হলে আপনাকে বিশেষভাবে দক্ষ হতে হবে। হুট করেই ভালো করা যায় না। আমি এখানে রান করতে পেরে খুবই খুশি।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply