বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের বাইরে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। কনে কাজী ফাতেমা তুজ জারা’র সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তরুণ এই ক্রিকেটার।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) নিজ শহর ফেনীতে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সাইফউদ্দিন। জাতীয় দলের খেলা থাকায় বিয়েতে সতীর্থদের পাননি তিনি। জানা যায়, কদিন বাদেই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হচ্ছে বলে ঢাকায় আবার বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা আপাতত নেই সাইফউদ্দিনের।
সাইফউদ্দিন বিয়ে করেছেন তাঁর পরিবারের পছন্দের পাত্রী কাজী ফাতেমা তুজ জারাকে। কনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁদের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দ্বিতীয় ইংনিস শুরু করতে যাওয়ার আগে সাইফউদ্দিনের মা জহুরা বেগম ও বড় ভাই কফিল উদ্দীন সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
চোটের কারণে অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে সাইফউদ্দিন। ২০২১ সালের জুনে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। চোট থেকে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলেছিলেন তিনি। তবে, পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপে খেলা হয়নি।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। আর ছুটির আগেই বিয়ের কাজ সেরে নিচ্ছেন ডানহাতি এই পেসার।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply