ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে জুটি গড়ার আভাস দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।
তামিম শুরুর ওভার থেকেই হাত খুলে খেলেন। অন্যদিকে ডানহাতি ওপেনার লিটন সঙ্গ দেওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু পারেননি থিতু হতে। লিটন ছক্কা মেরেই ক্রিস ওকসের বলে ফিরলেন সাজঘরে। ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৫১ রানে বিদায় নেন তামিম (২৩)। এর পর জুটি গড়ার চেষ্টায় বিদায় নেন মুশফিক ও সাকিব আল হাসান।
দুই অভিজ্ঞ তারকা ফিরলে বাংলাদেশকে এগিয়ে নেন নাজমুল হোসেন শান্ত। ৬৭ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন শান্ত। তাঁর ব্যাটে চড়ে দলীয় দেড়শ রান পার করে স্বাগতিকরা। কিন্তু হাফসেঞ্চুরির পরই ৫৮ রানে বিদায় নেন তিনি। তার বিদায়ে চাপ বেড়েছে বাংলাদেশের।
ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে লাল-সবুজের দল। ম্যাচটিতে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে সবশেষ খেলা ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন তিনজন। তারা হলেন এনামুল হক, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও ইবাদত হোসেন।
একাদশে অনুমিতভাবেই ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। তার সঙ্গে একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে জায়গা পাননি অলরাউন্ডার স্যাম কারান। ইংল্যান্ডের হয়ে সবশেষ ওয়ানডে খেলা একাদশ থেকে নেই হ্যারি ব্রুক, বেন ডাকেট, রিস টপলি। তাদের বদলে দলে ফিরেছেন ফিল সল্ট, জেমস ভিন্স, মার্ক উড ও উইল জ্যাকস।
নতুন বছরে এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ। গত এক মাস বিপিএলে টি-টোয়েন্টি খেলার পর এবার বাংলাদেশ দল নেমেছে ওয়ানডে পরীক্ষায়।
প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড বেশ কঠিন। সীমিত ওভারের ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন জস বাটলারের দল। তবুও নিজেদের মাঠে প্রিয় ফরম্যাট ওয়ানডে বলেই ভালো কিছুর স্বপ্ন দেখছে তামিম ইকবালের দল।
স্বপ্ন দেখবেই বা না কেন? ঘরের মাঠে অন্তত এই ফরম্যাটে বাংলাদেশ ভয়ঙ্কর দল। তাই ইংল্যান্ডের বিপক্ষেও ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply