নতুন সিনেমার জন্য হারানো সিক্স প্যাক ফিরে পেতে প্রতিদিন কুসুম ছাড়া আটটা করে ডিম খাচ্ছেন ‘বাংলার দাবাং’ খ্যাত চিত্রনায়ক জায়েদ খান। দৈনিক চার ঘণ্টা নিজের যত্ন নিচ্ছেন জানিয়ে এই নায়ক বলছেন, এখন নিজেকে প্রস্তুত করছি নতুন রূপে।
আগে সিক্স প্যাক ছিল দাবি করে জায়েদ খান বলছেন, ‘দর্শক আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখবেন। আমার আগে সিক্স প্যাক ছিল, কিন্তু নিয়মিত জিমে সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। এখন সেই দুই প্যাক উদ্ধারে নেমেছি। আশা করছি, চার মাসের মধ্যে নতুন লুকে দর্শক দেখবেন। আমি একটা পারফেক্ট লুক দিতে চাইছি।’
ডায়েট করার জন্য কী ধরনের খাবার খেতে হচ্ছে? প্রশ্নের উত্তরে জায়েদ খান জানালেন, এখন ভাত কম খাচ্ছি। মাছ, দুধ, ডিম, পিনাট বাটার, বাদাম নিয়ম করে খাচ্ছি। এছাড়া কুসুম ছাড়া আটটা করে ডিম খেতে হচ্ছে। জিম করে শরীর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
যে সিনেমার জন্য পরিশ্রেম সেই সিনেমা প্রসঙ্গে জায়েদ খানের ভাষ্য, ‘আমি যখনই কোনো কাজের খবর দিই, তখন অনেকেই আমার পেছনে লাগেন। কারা আমাকে কাজ দিয়েছেন, তাদের নানা কথা বলে কাজ থেকে আমাকে দূরে সরিয়ে দেন। আমাকে নিয়ে নিয়মিত চক্রান্ত হয়। এগুলো এখন সয়ে গেছে। এখন দর্শক আমাকে ভালোবাসেন। তাদের জন্য কাজ করে যাব।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply