কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মেগা ফাইনাল। টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাউন্ডারি দিয়ে সিলেট স্ট্রাইকার্সের ইনিংস শুরু হয়। আন্দ্রে রাসেলের ওই ওভারে লেগ বাই মিলিয়ে সিলেটের স্কোরকার্ডে যোগ হয় ১৮ রান।
কিন্তু এমন দুর্দান্ত শুরুর ছন্দ ধরে রাখত পারল না সিলেট। দ্বিতীয় ওভারেই ধাক্কা খেল মাশরাফীর দল। কুমিল্লার বোলার তানভির ইসলাম দ্বিতীয় ওভারে এসেই ফিরিয়ে দেন তৌহিদকে। রানের খাতাও খুলতে পারেননি ছন্দে থাকা তৌহিদ।
আগের ম্যাচের মতো আজও ওয়ানডাউনে মাঠে নামেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। কিন্তু টিকতে পারেননি। রাসেলের প্রথম স্পেলের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন মাশরাফী। দলীয় ২৬ রানে দুই উইকেট হারিয়ে শুরুটা ভালো হলো না সিলেট স্ট্রাইকার্সের।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লা। বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লার সামনে সুযোগ রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলার। অন্যদিকে সিলেটের সামনে সুযোগ প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ নেওয়ার।
এবার সিলেটের হয়ে শিরোপা জিতলে ব্যক্তিগত পঞ্চম শিরোপা জয়ের পাশাপাশি চারদলের হয়ে ট্রফি জয়ের রেকর্ড গড়বেন মাশরাফী। অন্যদিকে ফাইনালে হারের রেকর্ড নেই কুমিল্লার অধিনায়ক ইমরুলের। তাই মাশরাফী না ইমরুল কার হাতে উঠবে বিপিএল শিরোপা, সেই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply