বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততা শেষে খুব বেশি বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। নেমে পড়তে হবে মার্চে আসন্ন ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে। আর ঘরের মাঠে গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে ওডিআই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে চমক হিসেবে স্কোয়াডে সুযোগ পেয়েছেন এবারের বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত খেলা তৌহিদ হৃদয়। এবারের বিপিএলে ১৪১.৪১ স্ট্রাইকরেটে ১৩ ম্যাচে ৪০৩ রান করেছেন এই ব্যাটার।
এছাড়া সর্বশেষ ভারত সিরিজের ওয়ানডে দলে থাকা ক্রিকেটার ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন। নিয়মিত অধিনায়ক হিসেবে ফিরেছেন তামিম ইকবাল। ভারতের বিপক্ষে সিরিজে চোটের কারণে ছিলেন না তিনি। তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্বে পালন করেন লিটন দাস।
এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুরেই। আর ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে শেষে ৯ মার্চ চট্টগ্রামেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। ১২ ও ১৪ মার্চ বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে মিরপুরে।
বাংলাদেশের ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।
ইংল্যান্ডের ওয়ানডে দল : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, ডেভিড মালান, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড, টম অ্যাবেল ও রেহান আহমেদ।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল : জস বাটলার (অধিনায়ক) , টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply