কেহাসবে শেষ হাসি কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাকি সিলেট স্ট্রাইকার্স? মাশরাফী বিন মোর্ত্তজা নাকি ইমরুল কায়েস? কথার লড়াইয়ে যেই এগিয়ে থাকুক কেন, মাঠের লড়াইয়ে বোঝা যাবে কার হাতে উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা। মেগাফাইনালে আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।
টুর্নামেন্টে শেষ স্বাদ নেওয়ার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। একে একে বিদায় নিয়েছে বরিশাল-রংপুরের মতো তারকা সমৃদ্ধ দলগুলো। ফাইনালের মহারণে দুই দল। তাই বিপিএলের ফাইনালে থাকছে রাজ্যের উত্তেজনা আর রোমাঞ্চ।
বিপিএলের অন্যতম সফল দলের নাম বললেই সবার আগে কুমিল্লার নাম উঠে আসবে। দলটির ঝুলিতে রয়েছে ৩টি শিরোপা। সেই হিসেবে এখনও বিপিএলের শিরোপা জয়ের স্বাদ নিতে পারেনি সিলেট। তাই কুমিল্লার সামনে সুযোগ শিরোপা জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। অন্যদিকে সিলেটের সামনে সুযোগ প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ নেওয়া।
পুরো আসরজুড়ে দুর্দান্ত খেলা কুমিল্লা ফাইনালেও সিলেটকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত। চলতি আসরে গ্রুপপর্বের মতো প্লে-অফেও দুর্দান্ত খেলে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। ব্যাটিং ইউনিটের পাশাপাশি বোলিং ইউনিটেও কুমিল্লা বৈচিত্র্যময়। দলটিতে আছেন আন্দ্রে রাসেল, জনসন চার্লস, সুনিল নারিন, মঈন আলির মতো বিদেশি ক্রিকেটাররা। পাশাপাশি দেশিদের মধ্যে আছেন মুস্তাফিজ, লিটন, মোসাদ্দেক, তানভীরদের মতো পরীক্ষিতরা।
কুমিল্লার সবচেয়ে বড় শক্তির জাগয়া প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এই মাস্টার মাইন্ডের কৌশল কুমিল্লার সাফল্যের পেছনে অন্যতম বড় কারণ। এর আগে যে তিন বার বিপিএলের শিরোপা জিতেছে কুমিল্লা, তিনবারই তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স এর সবচেয়ে বড় শক্তির জায়গা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মাশরাফীর নেতৃত্বগুণে ফাইনালে সিলেট। এর আগে যখন যে দলের হয়ে খেলেছেন তাদেরই শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন মাশরাফী। সেই আশায় প্রহর গুণছে সিলেটও। মাশরাফীর পাশাপাশি দলটিতে আছেন মুশফিক, আকবর, শান্তদের মতো ক্রিকেটাররা। এছাড়াও বিদেশিদের মধ্যে রয়েছে আমির, পেরেরা, মেন্ডিস, ইরফানের মতো ক্রিকেটাররা।
শিরোপা জিততে আন্দ্রে রাসেল-মঈন আলিদের ওপরই আস্থা রাখছেন কুমিল্লার কোচ সালাহউদ্দীন। পাশাপাশি মুস্তাফিজ-লিটনরা জ্বলে উঠলে চতুর্থ শিরোপা ঘরে তুলতে খুব বেশি কষ্ট হবার কথা নয় কুমিল্লার। অন্যদিকে, সিলেট দলে বিদেশিদের মধ্যে তেমন কোনো বড় নাম না থাকলেও মাশরাফী-শান্ত-মুশফিকরা নামের প্রতি সুবিচার করতে পারলে সিলেটও প্রথম বারের মতো শিরোপা ঘরে তুলতে পারবে।
ফাইনালের আগে নির্ভার দুদলই। তেমন কোনো গুরুতর ইনজুরি সমস্যা নেই কারও। অবশ্য পরিসংখ্যানে এগিয়ে থাকবে কুমিল্লাই। দু’দলের শেষ ৩ বারের দেখায় ২ বারই শেষ হাসি কুমিল্লার। তবে ফাইনালে দু’দলের একাদশে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
প্লে-অফে হারের প্রতিশোধ নিয়ে ট্রফি উঁচিয়ে ধরবে মাশরাফির সিলেট নাকি চতুর্থ শিরোপা জয়ের স্বাদ নেবে কুমিল্লা। সব ফয়সালা হবে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
সিলেট স্ট্রাইকার্স সম্ভাব্য একাদশ : মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, শফিকুল্লাহ গাফারি, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রায়ান বার্ল, জর্জ লিন্ডে, ইসুরু উদানা, তানজিম হাসান সাকিব, রুবেল হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্ভাব্য একাদশ : জনসন চালর্স, লিটন দাস, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), মইন আলি, আন্দ্রে রাসেল, মোসাদ্দেক হোসেন, সুনিল নারিন, তানবির ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মুকিদুল মুগ্ধ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply