প্রথম সৌদি ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়ার সুযোগ ছিল আল হিলালের সামনে। শক্তিশালী রিয়াল মাদ্রিদ অবশ্য তা হতে দেয়নি। ফাইনালে বড় জয়ে পঞ্চম বারের মত ক্লাব বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) মরক্কোর প্রিন্স মৌলে আবদুল্লাহ স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আল হিলাল। ৫-৩ গোলের বড় জয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ১৩তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। এরপর দ্বিতীয় গোল করতেও খুব বেশি সময় লাগেনি কার্লো আনচেলত্তি শিষ্যদের। ম্যাচের ১৮তম মিনিটেই ব্যবধান ২-০ করে রিয়াল মাদ্রিদ।
২ গোল হজম করে পিছিয়ে পড়া আল হিলাল ম্যাচে ফেরে ২৬তম মিনিটে। আল হিলালের হয়ে গোল করেন মুসা। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল। বিরতি থেকে ফিরে আরও একবার ব্যবধান বাড়িয়ে নেন ইনজুরি থেকে ফেরা করিম বেনজেমা। ম্যাচের ৫৪তম মিনিটে গোল করেন এ ফরাসি তারকা।
বেনজেমার গোলের রেশ না কাটতেই দলের লিড আরও বাড়ান ভালবার্দে। ম্যাচের ৫৮তম মিনিটে গোল করে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই ফুটবলার।
একের পর এক গোল খেয়ে দিশেহারা আল হিলাল আবারও ম্যাচে ফেরে ৬৩তম মিনিটে। দলটির হয়ে গোল করেন লুসিয়ানো। তার এই গোলে ব্যবধান ৪-২ করে আল হিলাল। ম্যাচের ৬৯তম মিনিটে রিয়ালের হয়ে নিজের জোড়া গোল পূরণ করেন ভিনিসিয়াস। প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে জোড়া গোলের কীর্তি গড়েন এই রিয়াল মাদ্রিদ তারকা।
এরপর ম্যাচের ৭৯তম মিনিটে ব্যবধান ৫-৩ করে আল হিলাল। নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে ব্যবধান কমায় আল হিলালের ফুটবলার লুসিয়ানো।
এই শিরোপা জয়ের মাধ্যমে শিরোপা জয়ের সেঞ্চুরি করেছে রিয়াল মাদ্রিদ। যার মধ্যে রয়েছে ৩৫টি লা লিগা, ১৯টি কোপা দেল রে ও ১৪টি চ্যম্পিয়ন্স লিগের শিরোপা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply