ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবারের এই হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে খারকিভ ও জাপোরিঝিয়া। পশ্চিমা রাজধানীগুলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সফরের একদিন পরেই এই হামলা চালানো হলো। খবর রয়টার্সের।
কিয়েভের বিমান বাহিনী বলছে, ৭১টির মধ্যে ৬১ ক্ষেপণাস্ত্রভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। তবে, দেশটির জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলছেন, ‘ইউক্রেনের ছয়টি প্রদেশের বিদ্যুৎ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে দেশের অধিকাংশ এলাকা অন্ধকারছন্ন হয়ে পড়েছে।’
রয়টার্স বলছে, গত চার মাস ধরে বেসামরিক ও বিদ্যুৎ স্থাপনায় হামলা জোরদার করেছে রুশ বাহিনী। এতে করে লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়ছে। এমনক, তীব্র শীতে হিটারের মাধ্যমে উষ্ণ হতে পারছে না তারা। সুপেয় পানি থেকেও বঞ্চিত হচ্ছে। তবে, বেসামরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে আসছে রাশিয়া।
এদিকে, লন্ডন, প্যারিস ও ব্রাসেলস সফর শেষে নিজ দেশে ফিরেছেন জেলেনস্কি। এই সফরে কিয়েভকে সমর্থনের কথা জানালেও কোনো পশ্চিমা দেশ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি করেনি।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিতস্কো বলেছেন, ‘শুক্রবার সকালে গোটা দেশজুড়ে আকাশ হামলার সাইরেন বেজে উঠে। শুধুমাত্র রাজধানীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’
রাশিয়ার এসব হামলাকে নির্বিচার এবং যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ইইউ ও এর সদস্যরা ইউক্রেন ও দেশটির জনগণের সঙ্গে রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ তাদের আরও সামরিক সরঞ্জাম দেওয়া হবে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply