1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

৪ দেশ ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায়

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৬ Time View
স্পোর্টস ডেস্ক :

আলোচনা চলছিল অনেক বছর আগে ধরেই। ২০১৬ সালেই উরুগুয়েকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের ইচ্ছার কথা বলেছিলেন আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট  মরিসিও মাকরি। এবার সেই তালিকায় যোগ হলো চিলি ও প্যারাগুয়ের নাম। লাতিন আমেরিকার এই চার দেশ মিলে আয়োজন করতে চায় ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ।

এরই মধ্যে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছে আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে। মূলত ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। তাই বিশ্বকাপের একশ বছর পূর্তির আসরটি আয়োজন করতে চায় দক্ষিণ আমেরিকার চার দেশ।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা আসে।

কনমেবল সভাপতি দোমিনিগেস বলেছেন, ‘ ২০৩০ বিশ্বকাপ সাধারণ কোনো বিশ্বকাপ নয়। শতবর্ষী বিশ্বকাপ হিসেবে এই বিশ্বকাপকে ঘিরে উদ্‌যাপন হওয়া উচিত। ফিফা দক্ষিণ আমেরিকাকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিয়ে মহত্ত্বের পরিচয় দিতে পারে।’

আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৭৮ সালে, চিলি করে ১৯৬২ সালে। প্যারাগুয়ে কখনও বৈশ্বিক আসর আয়োজন করেনি। এবারই তাদের সামনে প্রথমবার আয়োজক হওয়ার সুযোগ।

তবে সবকিছু ঠিক হবে আগামী বছর। ২০৩০ সালের বিশ্বকাপ কারা আয়োজন করবে সেটার সিদ্ধান্ত হবে ২০২৪ সালে। লাতিন আমেরিকার চার দেশের আগে বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করেছে স্পেন ও পর্তুগাল। এ ছাড়া মরক্কো ও সৌদি আরবও চাচ্ছে ১০০তম বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে নামতে।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech