বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসর শেষদিকে পৌঁছে গেছে। তবে প্লে অফ শুরুর আগে পাকিস্তানি ক্রিকেটাররা চলে পিএসএল খেলতে চলে যাওয়ায় সবগুলো দলই বেশ ধাক্কা খেয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, নাসিম শাহরা চলে গেছেন।
তাদের শূন্যতা পূরণ করতে দলটি নিয়ে এসেছে দুই ক্যারিবীয় তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে। সোমবার দিবাগত রাতে তারা বাংলাদেশে এসে পৌঁছেছেন, এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জানা গেছে, মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবেন রাসেল-নারিনরা।
কুমিল্লা দলের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরো দুই ক্রিকেটার জনসন চার্লস ও চ্যাডউইক ওয়ালটন। তারা বিপিএলের শেষ পর্যন্ত থাকবেন বলেই আশাবাদী কুমিল্লার টিম ম্যানেজমেন্ট।বিপিএলের শুরুটা তেমন ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। প্রথম তিন ম্যাচ হেরে যায় তারা। তবে এরপর টানা সাত ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে দলটি। এখন পয়েন্ট টেবিলের তিনে আছে তারা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply