ধারাবাহিক ব্যর্থতায় প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। এখন স্রেফ নিয়মরক্ষার ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুদিন বিরতির পর আজ মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা-চট্টগ্রাম।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে চট্টগ্রামের বিপক্ষে টসে হেরে আগে বোলিংয়ে নাসির হোসেনের ঢাকা।
এই ম্যাচ দিয়েই নিজেদের বিপিএল মিশন শেষ করবে ঢাকা। ১১ ম্যাচ খেলে তাদের জয় এসেছে কেবল তিনটিতে। তাই শেষ ম্যাচে জয়ে চোখ অধিনায়কের। নাসির বলেছেন, ‘জয় দিয়েই সিজন শেষ করতে চাই। গত কয়েক ম্যাচে আমাদের ব্যাটিং ভালো ছিল। আজ যেহেতু আগে বোলিং করবো, নিয়ন্ত্রিত বল করে অল্প রানের মধ্যে তাদের (চট্টগ্রাম) আটকে দেওয়ার চেষ্টা থাকবে।’
অন্যদিকে চট্টগ্রামের অবস্থাও একই। ১০ ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটিতে। অবস্থান টেবিলের সবার তলানিতে। আজকের ম্যাচ ছাড়াও আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি।
তবে এই ম্যাচেও জয় নিয়ে আরেকটু স্বস্তি নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় চট্টগ্রাম। দলটির অধিনায়ক শুভাগত হোম বলছেন,‘জয়ের লক্ষ্যে আমরা ব্যাটিং দিয়ে ম্যাচ শুরু করছি। সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইতিবাচক খেলার চেষ্টা করবো। দলের বোলিংয়ে আরও উন্নতি দরকার। এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নামছি।’
ঢাকা ডমিনেটর্স (একাদশ) : নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাহিদুজ্জামান খান (উইকেটরক্ষক), আরিফুল হক, অ্যালেক্স ব্ল্যাক, আরাফাত সানি, মোহর শেখ, শরিফুল ইসলাম, আল আমিন হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও জুবায়ের হোসেন লিখন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (একাদশ) : মেহেদী মারুফ, উসমান খান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, জিয়াউর রহমান, দারউয়িশ রাসুলি, মৃত্যুঞ্জয় চৌধুরী, উন্মুক্ত চান্দ, ইরফান শুক্কুর, নিহাদুজ্জামান।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply