টেস্ট-ওয়ান ডে-কে বিদায় জানিয়েছেন আগেই। অস্ট্রেলিয়া জার্সিতে মাঠ মাতাতেন শুধু টি-টোয়েন্টির জার্সিতে। এবার সেখান থেকেও সরে দাঁড়ালেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে, আন্তর্জাতিক মঞ্চ ছাড়লেও ঘরোয়া টি-টোয়েন্টিতে দেখা যাবে ফিঞ্চকে। মেলবোর্ন রেনিগেডসের হয়ে বিগ ব্যাশ ও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলো খেলে যাবেন এই অসি তারকা।
ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুসারে ক্রিকেটকে বিদায় জানিয়ে ফিঞ্চ বলেন, ‘২০২৪ বিশ্বকাপ পর্যন্ত আমি খেলে যাব না বোঝার পর মনে হলো সরে দাঁড়ানোর জন্য এবং ওই আসরের জন্য পরিকল্পনা করা ও দল গড়ে তোলার সঠিক সময় এখনই। আমার পরিবার, বিশেষ করে স্ত্রী অ্যামি, আমার সব সতীর্থ, ক্রিকেট ভিক্টোরিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই আমার সবচেয়ে প্রিয় খেলায় সর্বোচ্চ পর্যায়ে খেলে যেতে সহায়তা করায়। সব ভক্ত-সমর্থককের প্রতিও বিশাল কৃতজ্ঞতা, যারা আন্তর্জাতিক ক্যারিয়ারের পুরোটায় আমার পাশে থেকেছেন।’
ক্যারিয়ারে ফিঞ্চের সেরা অর্জন ২০২১ সালে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো। সেই প্রসঙ্গ নিয়ে ফিঞ্চ বলেন, ‘দলীয় সাফল্যের জন্যই আমরা খেলাটা খেলি এবং ২০২১ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ও ২০১৫ সালে ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্ত দুটি আমি সবচেয়ে বেশি লালন করব। ১২ বছর ধরে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করতে পারা এবং সর্বকালের সেরা কিছু ক্রিকেটারের সঙ্গে ও বিপক্ষে খেলতে পারাও ছিল আমার জন্য অবিশ্বাস্য সম্মানের।’
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে ১০০ ম্যাচ খেলা একমাত্র ক্রিকেটার ফিঞ্চ। মোট ১০৩ টি ম্যাচ খেলে ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। এ ছাড়া তিন হাজার রান করা একমাত্র ব্যাটসম্যানও তিনিই। এই ফরম্যাটে ১৪২.৫৩ স্ট্রাইক রেটে তিন হাজার ১২০ রান করে থামলেন ৩৬ বছর বয়সী অ্যারন ফিঞ্চ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply