চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) শুরু থেকেই উড়ছে সিলেট স্ট্রাইকার্স। একের পর এক ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিতের পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের করে রেখেছে দলটি। তবে কোয়ালিফায়ারের আগে বড় এক দুঃসংবাদ পেল সিলেট। চোটের কারনে প্লে-অফে অনিশ্চিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
রোববার (০৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ রাজিন সালেহ। তিনি বলেন,‘ মাশরাফীর চোটের যে অবস্থা, তাতে গ্রুপের পরবর্তী ম্যাচগুলোতেও তাকে পাওয়া যাবে না। এমনকি প্লে-অফে তাকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। মাশরাফীর সাথে আমার কথা হয়েছে। সে আমাকে বলেছে গ্রোয়েনে ভালোই চোট পেয়েছে সে।’
সুস্থ হতে কত দিন লাগতে পারে মাশরাফীর, এমন প্রশ্নের জবাবে রাজিন সালেহ বলেন, ‘ফিজিও বলেছে মাশরাফীর সুস্থ হতে ১০-১২ দিন লাগতে পারে। সেই হিসেবে এখনই বলা মুশকিল যে সে কোয়ালিফায়ারে খেলতে পারবে কি না। তবে আমরা তার ব্যাপারে আশাবাদী।’
চলতি বিপিএলে বল হাতে এখন পর্যন্ত সফলই বলা যায় মাশরাফীকে। ১০ ম্যাচে ১২ উইকেট নিয়ে আছেন শীর্ষ বোলারদের তালিকার সপ্তম স্থানে। ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়ে তালিকার শীর্ষে ঢাকার অধিনায়ক নাসির হোসেন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে বল করার সময় কুঁচকির চোটে পড়েন মাশরাফী। সেই চোটের সুবাদে শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি মাশরাফি। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব নিয়েও দলকে জেতাতে ব্যর্থ হন জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply