আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কে জরুরি পরিস্থিতি সামাল দিতে ১০টি উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইউরোপীয় ইউনিয়নের কমিশনার জোসেপ বোরে ও জেনেজ লিনার্কিক জানিয়েছেন, ‘শহর অঞ্চলে আটকে পড়াদের খোঁজ ও উদ্ধারকাজে দ্রুত যোগ দিতে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক, ফ্রান্স, গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও রোমানিয়া থেকে বিশেষ দল পাঠানো হয়েছে।’
ইতালি ও হাঙ্গেরিও উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছে।
৭.৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৯১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তুরস্ক। আহতের সংখ্যাও রাষ্ট্রীয় ঘোষণা মতে, ছয় হাজার প্রায়। এরইমধ্যে তুরস্কে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর দিয়েছে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা। প্রতিষ্ঠানটির জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ৭.৫।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply