পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল  (অব.) পারভেজ মোশাররফ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল  (অব.) পারভেজ মোশাররফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম আজ রোববার (৫ ফেব্রুয়ারি) পারভেজ মোশাররফের মৃত্যুর বিষয়টি জানিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। খবর রয়টার্সের।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, পারভেজ মোশাররফ গত কয়েক সপ্তাহ আরব আমিরাতের ‘আমেরিকান হাসপাতালে’ ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। রোববার সেখানেই তাঁর মৃত্যু হয়।

পারভেজ মোশাররফের জন্ম ১৯৪৩ সালের ১১ আগস্ট, ব্রিটিশ ভারতের দিল্লিতে। তিনি ১৯৯৯ সালে নওয়াজ শরিফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন। গণ-আন্দোলনের মুখে পরে তিনি ক্ষমতা থেকে বিদায় নেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *