আসন্ন ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে চু্ক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। খবর জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েব সাইট ক্রিকবাজের।
দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসারের সঙ্গে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল বিসিবির। পরে সেটি বাড়িয়ে ঘরের মাঠে ভারত সিরিজ পর্যন্ত করা হয়।
গত বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ডোনাল্ডকে। জাতীয় দলের ক্রিকেটাররা এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছে বিপিএল নিয়ে। এরপরই ইংল্যান্ডকে সিরিজকে ঘিরে শুরু হবে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প।
আর এই সিরিজকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারির মধ্যেই কোচিং স্টাফদের সবার ফেরার প্রত্যাশা করছে বিসিবি। ২৩ ফেব্রুয়ারি থেকে নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে শুরু হতে পারে জাতীয় দলের ক্যাম্প। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে হাথুরুসিংহের।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply